জকিগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যসেবায় নিয়োজিত বেসরকারি সংস্থা প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের জকিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্প অবহিতকরণ সভা সোমবার বেলা ১ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রকল্পের উপ-পরিচালক ডা. এএসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ। উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় জকিগঞ্জ উপজেলায় প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের সচিত্র বিবরণ, মাও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় তাদের নতুন ব্রাঞ্চ প্রকল্প ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদত্ত বিভিন্ন সেবার বিবরণ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম প্রজন্মের এই সকল প্রশংসনীয় কার্যক্রম সম্পর্কে নিয়মিত সভা আয়োজনের নির্দেশনা প্রদান করেন।