
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হককে বিজয়ী করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও বাজারে বাদাঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশ রক্ষার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, সদস্য ভাস্কর রায়, এমদাদুল হুদা, একেএম নাসের উজ্জ্বলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম সিকদার, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ, আবু তাহের মেম্বার, হাবিবুর রহমান সংগ্রাম, শাহিন মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন, ভোটারদের সমর্থন কামনা করেন এবং পাতারগাঁও বাজারে মিছিল ও লিফলেট বিতরণ করেন আনিসুল হক।
মন্তব্য করুন