Association of Development Agencies in Bangladesh (ADAB)-এর উদ্যোগে “Project Proposal Writing” বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সিলেটে শুরু হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) এনজিও ফোরাম ট্রেনিং সেন্টার, সিলেটে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব সিলেট জেলার সভাপতি কয়েস আহমদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেছিস-এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন এডাব মৌলভীবাজার জেলার সভাপতি এসএ হামিদ এবং সুনামগঞ্জ জেলার সভাপতি সাজ্জাদুর রহমান।
প্রশিক্ষণ প্রদান করছেন এডাবের প্রোগ্রাম অফিসার তাহমিনা বাশার নাজনিন, ট্রেইনার মনোতোষ কুমার ও মনিটরিং অফিসার সামাপিকা হালদার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রজেক্ট প্রপোজাল তৈরির কৌশল, উপস্থাপন পদ্ধতি, বাজেট প্রণয়ন ও আধুনিক প্রজেক্ট ডিজাইনের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন।
পুরো প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ আগামী ১৮ নভেম্বর সমাপ্ত হবে।
মন্তব্য করুন