সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট–৬(গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে দুবাগের আনন্দ বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ এশা দুবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এলাকার বিশিষ্ট মুরব্বি মতিউর রহমান ময়না মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, উলামায়ে কেরাম আমাকে জনগণের খেদমতে পাঠিয়েছেন। গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। খেজুর গাছ প্রতীকের বিজয় মানে এলাকার অগ্রযাত্রার বিজয়। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই একটি বদলে যাওয়া সমৃদ্ধ গোলাপগঞ্জ–বিয়ানীবাজার গড়ে তুলতে চাই।
দুবাগ ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কবিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান। বক্তব্য দেন এলাকার বিশিষ্ট মুরব্বি আতিকুর রহমান।
সভায় গজুকাটা, হাজরাপাড়া ও মুহসিনাবাদ এলাকার মুরব্বি ও স্থানীয় যুব সমাজ উপস্থিত হয়ে প্রার্থীর প্রতি সমর্থন জানান। শেষে দোয়া পরিচালনা করেন দুবাগ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আবদুল মতিন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দোয়ারাবাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সমাবেশ
১
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
২
ফুলতলী ছাহেব বাড়িতে লতিফি হ্যান্ডস-এর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন